নির্বাচনের আচরণবিধি লঙ্ঘন করায় চেয়ারম্যান প্রার্থীকে জরিমানা

প্রকাশিত: ১৯ মে ২০২৪, ৩:৫৯ অপরাহ্ণ

তাহিরপুর (সুনামগঞ্জ) প্রতিনিধি: সুনামগঞ্জের তাহিরপুর উপজেলা পরিষদ নির্বাচনে আচরণবিধি লঙ্ঘন করায় এক চেয়ারম্যান প্রার্থীকে ভ্রাম্যমান আদালতের মাধ্যমে ২৫ হাজার টাকা জরিমানা করা হয়েছে।
গত শনিবার বিকেলে বাদাঘাট কলেজ রোডে জরিমানা আদায় করেন জেলা প্রশাসনের সহকারী কমিশনার মো. মহিবুল্লাহ আকন। পরে জরিমানার টাকা চেয়ারম্যান প্রর্থীর ছেলে পরিশোধ করেন।
জানা যায়, উপজেলা চেয়ারম্যান প্রার্থী বোরহান উদ্দিনের (দোয়াত কলম) ছেলে সদর থেকে বিশাল মোটরসাইকেল শোডাউন নিয়ে যাওয়ার পথে আচরণবিধি লঙ্ঘন করেন প্রার্থীর কর্মী-সমর্থকরা। পরে বাদাঘাট কলেজ রোডে মোটেরসাইকের বহর আটকে চেয়ারম্যান প্রার্থী বোরহান উদ্দিনকে জরিমানা করেন ভ্রাম্যমাণ আদালত।
জেলা প্রশাসনের সহকারী কমিশনার মো. মহিবুল্লাহ আকন বিষয়টি নিশ্চিত করে বলেন, চেয়ারম্যান পদপ্রার্থী বোরহান উদ্দিন (দোয়াত কলম) ছেলে এবং কর্মী-সমর্থকরা আচরণবিধি লঙ্ঘন করায় ২৫ হাজার টাকা জরিমানা আদায় করা হয়েছে। তিনি আরো বলেন, যে কোন প্রার্থী আচরণবিধি লঙ্ঘন করবেন, তাকেই জরিমানা করা হবে।

রাহাদ হাসান মুন্না
তাহিরপুর (সুনামগঞ্জ) প্রতিনিধি
মোবাইল: ০১৭১২-৮৯৯১৭৩
১৯/০৫/২৪ খ্রি: